রাশিয়ার অব্যাহত হামলায় ইউক্রেনের ১৩৭ সেনা নিহত- জেলেনস্কি

রাশিয়ার অব্যাহত হামলায় ইউক্রেনের ১৩৭ সেনা নিহত- জেলেনস্কি

শেয়ার করুন

Russia Attack

আন্তর্জাতিক ডেস্ক।।

রাশিয়ার হামলায় ইউক্রেনের অন্তত ১৩৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিহত সবাই সেনা সদস্য।

ইউক্রেনের প্রেসিডেন্ট শুক্রবার এ তথ্য জানান।

এদিকে ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের প্রথম দিনটি সফল হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ এ তথ্য জানিয়েছেন।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ হামলায় তাঁর দেশের অন্ত ১৩৭ জন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩১৬ জন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম দিন তারা সমতলে থাকা ইউক্রেনের ৮৩টি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।

হামলার প্রথম দিনই ইউক্রেনের চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নিয়েছে রুশ বাহিনী। এদিন বেলারুশ সীমান্ত থেকে চেরনোবিলের নিষিদ্ধ এলাকায় জড়ো হওয়ার পর ইউক্রেনের আরও ভেতরে ঢুকে পড়ে রুশ সেনারা।

জেলেনস্কি বলেন, ইউক্রেনে রুশ হামলার প্রথম দিনে সেনা ও বেসামরিক নাগরিকসহ অন্তত ১৩৭ জন নিহত হয়েছেন।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান বলে ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইউক্রিনফর্ম জানায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, শত্রুরা কিয়েভে প্রবেশ করেছে। জনসাধারণকে সতর্ক হওয়ার পাশাপাশি কারফিউর নিয়ম মেনে চলার অনুরোধ করছি।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরো জানিয়েছেন, রুশ সেনারা ইতিমধ্যে রাজধানী কিয়েভে প্রবেশ করেছে। তিনি ইউরোপের দেশগুলোর প্রতি ইউক্রেনকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।