মাদারীপুরে দুর্নীতিবিরোধী কর্মশালা

মাদারীপুরে দুর্নীতিবিরোধী কর্মশালা

শেয়ার করুন

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে দুর্নীতিবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদকের প্রতিরোধ ও গবেষণা মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক কামাল ঊদ্দিন বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে দুদকের প্রতিরোধ ও গবেষণা মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সততার অঙ্গীকার করে লিখিত অঙ্গীকারনামা প্রতিষ্ঠানে টাঙিয়ে দেয়ার মত ব্যবস্থা করা যায়। এমনকি কোর্ট পিনেও টাঙিয়ে রাখা যায়। এতে দুর্নীতি অনেকটা কমবে।

তিনি আরেও বলেন, মাদারীপুরসহ দেশের ৫টি জেলাকে যাতে দুর্নীতিমুক্ত ঘোষণা করা যায় সেই লক্ষ্যে কাজ করছে দুদক। আশা করা যায়, এসব জেলায় দুর্নীতি কমে শীঘ্রই এমন একটি অবস্থায় আসবে যাতে দ্রুত এই ঘোষণা দেয়া যায়।

জাস্টিস রিফর্ম এন্ড করাপশন প্রিভেনশন (জেআরসিপি) এর সহযোগিতায় এই কর্মশালায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।