মার্কিন শুল্ক আরোপ: বাণিজ্য যুদ্ধের শঙ্কায় জি-৭

মার্কিন শুল্ক আরোপ: বাণিজ্য যুদ্ধের শঙ্কায় জি-৭

শেয়ার করুন

_101856438_mediaitem101856436
বিশ্বসংবাদ ডেস্ক :

স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর নতুন করে মার্কিন শুল্ক আরোপের ঘটনায় ক্ষোভ জানিয়েছে জি-৭ এর অন্তর্ভূক্ত দেশগুলো। শিগগিরই এর সমাধান না হলে আবারো বাণিজ্য যুদ্ধের শঙ্কার কথা জানিয়েছে তারা।

কয়েকদিন আগে, স্টিল আমদানির ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এছাড়া চীনের পণ্য আমদানিতে নতুন করে ৫০ বিলিয়ন ডলার শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। আর এতেই গভীর উদ্বেগ জানিয়েছেন জি-৭ দেশগুলো।

যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়ে তারা সংকট সমাধাণের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের টুইট বার্তারও সমালোচনা করেছে জি-৭ দেশগুলো।

ট্রাম্প বলেছিলেন, বছরে ৮০০ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি আর মেনে নেবে না যুক্তরাষ্ট্র। এমন স্মার্ট হওয়ার সময় এসেছে। ইতোমধ্যে, চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ হে’র সঙ্গে সাক্ষাত করে সংকট নিরসনের চেষ্টা করছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রস।