গাজায় আবারও ইসরায়েলে রকেট হামলা, নাজারের জানাজায় হাজারো মানুষ

গাজায় আবারও ইসরায়েলে রকেট হামলা, নাজারের জানাজায় হাজারো মানুষ

শেয়ার করুন

bf8d34c2037b4115bc6dc84a7f100e50_18বিশ্বসংবাদ ডেস্ক :

ফিলিস্তিনের গাজায় আবারো রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি স্বেচ্ছাসেবী চিকিৎসাকর্মী রাজান আল নাজারের জানাজা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা করে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, আগে গাজা থেকে রকেট হামলা করা হয়। তারা পাল্টা জবাব দিয়েছে।

এদিকে, স্বেচ্ছাসেবী চিকিৎসক নাজারের জানাজায় উপস্থিত ছিলেন হাজার হাজার ফিলিস্তিনি। শনিবারের জানাজার পর তার মরদেহ নিয়ে শোক মিছিলও করেন তারা।
0f45369f50c94326a3a0c49794cdf69e_18
শুক্রবার গাজায় বিক্ষোভে আহত একজনকে চিকিৎসা দিতে সীমান্তের কাছে গেলে ইসরায়েলি বাহিনী তাকে গুলি করে। তিনি চিকিৎসকদের সাদা পোশাক পড়ে হাত তুলে সংকেতও দিয়েছিলেন নাজার। তার হত্যার নিন্দা জানিয়ে দেয়া বিবৃতিতে দ্য প্যালেস্টাইন মেডিক্যাল রিলিফ সোসাইটি বলেছে, জেনেভা কনভেনশন অনুযায়ী চিকিৎসাকর্মীর ওপর গুলি ছুড়ে যুদ্ধাপরাধ করেছে ইসরায়েলি সেনাবাহিনী।