দু-একদিনের মধ্যেই অক্সফোর্ডের দ্বিতীয় ডোজ শুরু হবে

দু-একদিনের মধ্যেই অক্সফোর্ডের দ্বিতীয় ডোজ শুরু হবে

শেয়ার করুন

Health-minister-pic
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দু-একদিনের মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। জাপানের কাছ থেকে টিকা প্রাপ্তির ফলে আমাদের দ্বিতীয় ডোজের চিন্তা দূর হলো।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান গ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ আমরা ৭ লাখ ৮০ হাজার ডোজ টিকা পেয়েছি। কিছু দিন আগে দুই লাখের বেশি পেয়েছি। সবমিলিয়ে ১০ লাখের বেশি পেয়েছি জাপান সরকারের কাছ থেকে। আগস্ট মাসে আরো ৬ লাখের বেশি টিকা আসবে। সব মিলিয়ে প্রায় ৩০ লাখের বেশি টিকা আমরা পাব।

এর আগে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে জাপান থেকে দেশে পৌঁছায় অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার আরো ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা।

এর আগে গতকাল জাপানের স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে নিপ্পন এয়ারওয়েজের একটি কার্গো বিমান টিকাগুলো নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।

এ নিয়ে দুই দফায় জাপান থেকে বাংলাদেশে ১০ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা এলো। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা। আগামী ৩ আগস্ট জাপান থেকে আরও ছয় লাখ টিকার একটি চালান ঢাকায় আসবে।