নানা আয়োজনে পালিত হচ্ছে রাবির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

নানা আয়োজনে পালিত হচ্ছে রাবির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

শেয়ার করুন

19665428_1917400155196434_3087701206936272295_nরাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

নানা আয়োজনে পালিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে এক আনন্দ শোভাযাত্রা বের হয়।

বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এই শোভাযাত্রায় অংশ নেয়। এরপর সিনেট ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ১৯৫৩ সালের ৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদের অধীনে ৫৬টি বিভাগ এবং পাঁচটি ইনস্টিটিউটে প্রায় ৩৩ হাজার শিক্ষার্থী পড়াশুনো করছে।