গুম ও গোপন বন্দিশালা বন্ধে হিউম্যান রাইটস ওয়াচের আহবান

গুম ও গোপন বন্দিশালা বন্ধে হিউম্যান রাইটস ওয়াচের আহবান

শেয়ার করুন

hrw_47236_24845নিজস্ব প্রতিবেদক :

গুম করার প্রবণতা ও গুপ্ত বন্দিশালা বন্ধ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ-এইচআরডব্লিউ।

বৃহস্পতিবার নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরডব্লিউ এর ‘তিনি আমাদের কাছে নেই’ : বাংলাদেশে গোপনে আটক ও গুম’ শিরোনামের ৮২ পৃষ্ঠার প্রতিবেদনটিতে এই আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, ২০১৬ সালেই কমপক্ষে ৯০ ব্যক্তি গুমের শিকার হয়েছেন। যাদেরকে গোপনে আটকে রাখার কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে আদালতে হাজির করা হয়। পরে এসব অভিযোগের দ্রুত নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত, নিখোঁজ ব্যক্তিদের পরিবারগুলোকে জবাব এবং এ ধরনের গুরুতর অধিকার লঙ্ঘনের বিচার করতে প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদন তৈরির ক্ষেত্রে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শীসহ মোট ১শ জনের সাক্ষাৎকার নেয় এইচআরডব্লিউ।