কুমিল্লায় ম্যাটস্ শিক্ষার্থীদের মানববন্ধ

কুমিল্লায় ম্যাটস্ শিক্ষার্থীদের মানববন্ধ

শেয়ার করুন

Comilla marts student manobbondon pic 30-04-2017
কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় ৪ দফা আদায়ের দাবীতে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন ( ম্যাটস) শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। রোববার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে কুমিল্লা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ম্যাটসের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীরা আন্দোলনে জমায়েত হয়।

দাবী আদায়ের লক্ষে মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি ৪ দফা বঙ্গবন্ধু প্রথম পঞ্চ বার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-৭৮) মোতাবেক ম্যাটস্ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে, মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে, কমিউনিটি ক্লিনিকে সরকারী ভাবে ১০ গ্রেড নিয়োগ ও বেসরকারি ক্লিনিক/হাসপাতালে ম্যাটস্ থেকে পাশকৃত ডিপ্লোমা চিকিৎসকদের পদ সৃষ্টি ও নিয়োগ বাস্তবায়ন করতে হবে, ইন্টার্নশিপে ভাতা প্রদান করতে হবে। ৪ দফা দাবিতে গত ২৬ এপ্রিল ঢাকা রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সামনেসহ সারা বাংলাদেশে বিক্ষুব্ধ ম্যাটস্ শিক্ষার্থীরা বিক্ষোভ করে। নোয়াখালী, বাগেরহাট, বগুড়া ও রাজশাহীতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচীতে পুলিশি হামলার কারণে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশনের অন্তুর্ভূক্ত সারা বাংলাদেশের বিভিন্ন ম্যাটসের প্রায় ১৫ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। ৫ জনের অবস্থা আংশকাজনক এবং প্রায় এক শতাধিক শিক্ষার্থী গ্রেফতারের শিকার হয়েছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদ জানাই।

মানববন্ধনে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশনের কুমিল্লার শাখার সভাপতি সেলিম রেজা, সহ-সভাপতি দিগন্ত দীপু, সাংগঠনিক সম্পাদক গৌতম চক্রবর্তী, মেহেদী হাসান প্রিন্স, ওমর ফারুক, রকিবুল ইসলাম রাজু, শিমুল হোসেন প্রমুখ।