গোলাগুলির পর চার জেএমবি সদস্য আটক: পুলিশ

গোলাগুলির পর চার জেএমবি সদস্য আটক: পুলিশ

শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের দড়াটানা ব্রিজ এলাকায় নিষিদ্ধ ঘোষিত জামায়েতুল মুজাহিদিনের (জেএমবি) সদস্যদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। এসময় আটক করা হয়েছে চার জেএমবি সদস্যকে।

bagerhatবৃহস্পতিবার সকালে জেলা পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের জানানো হয়, গতরাতে শহরের দড়াটানা ব্রিজের নিচে একটি চায়ের দোকানে বসে জেএমবি সদস্যরা নাশকতার পরিকল্পনা করছে বলে গোপন সংবাদ পায় পুলিশ।

খবর পেয়ে সেখানে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে জেএমবি সদস্যরা। এসময় বোমা হামলায় গোয়েন্দা পুলিশের এএসআই নাজমুল হোসেন ও কনস্টেবল মোস্তাফিজুর রহমান আহত হন। পরে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এসময় কয়েকজন জেএমবি সদস্য পালিয়ে গেলেও ৪ জন আটক করে পুলিশ। পরে সেখান থেকে বোমা তৈরির সরঞ্জাম সহ উদ্ধার করা হয় পিস্তল গুলি সহ ও ২টি বোমা।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলা সদরের  মো. মাকসুদুর রহমান ওরফে তোতা, সাইফুল ইসলাম, কদমতলা বাজারের মোরশেদ আলম ও পিরোজপুর জেলার জহিরুল ইসলাম ।