সন্ত্রাস বিরোধী অভিযানে সিডনিতে আটক দুই

সন্ত্রাস বিরোধী অভিযানে সিডনিতে আটক দুই

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সন্ত্রাস বিরোধী অভিযানে অস্ট্রেলিয়ার সিডনিতে দুই জনকে আটক করেছে পুলিশ। বিদেশী যুদ্ধে সম্পৃক্ত হওয়ার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

মেমহেত বিবার
মেমহেত বিবার

বৃহস্পতিবার সকালে চালানো অভিযানে আটক ২৫ বছরের যুবক মেমহেত বিবার ২০১৩ সালে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত হয়ে সিরিয়ার বিদ্রোহী আল-নুসরা ফ্রন্টের পক্ষে যুদ্ধ করেছিল।

এ ছাড়া গ্রেপ্তার হওয়া ১৭ বছর বয়সের আরেক কিশোর, ২০১৫ সালে আইএসের পক্ষে যুদ্ধ করার জন্য ভ্রমণের প্রস্তুতি নিয়েছিল।

অস্ট্রেলিয়ার সরকার তার দেশ থেকে আইএস অধীনস্থ সিরিয়া বা ইরাক অঞ্চলে ভ্রমণ, তাদের অর্থায়ন অথবা সেখানে কাউকে পাঠানো ও সেখানে যাওয়ার উদ্দেশ্যে প্রশিক্ষণ দেয়াকে অপরাধ হিসেবে বিবেচনা করছে।

আর এ কারণেই সন্ত্রাস বিরোধী অভিযানে এই দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।