পরিবহন ধর্মঘটের প্রতি সংহতি প্রকাশ করলো গণ অধিকার পরিষদ

পরিবহন ধর্মঘটের প্রতি সংহতি প্রকাশ করলো গণ অধিকার পরিষদ

শেয়ার করুন

নুর

জাহিদ হাসান সাকিল, সাভার:

জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দলের আনুষ্ঠানিক কর্মসূচীর ঘোষণা বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নরুল হক নরু। এসময় জ্বালালী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটের সাথে সংহতি প্রকাশ করেছে দলটি।

শুক্রবার (০৫ নভেম্বর) সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীর বির শহীদ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উত্তর দিতে গিয়ে এই কর্মসূচী ও সংহতি প্রকাশ করেন। এসময় দলটির আহবায়ক রেজা কিবরিয়াসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় নুর আরো বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের উধ্বগতির কারনে মানুষের জনজীবন বিপরযস্থ হয়ে পড়েছে। দ্রব্যমূলের উধ্বগতির সাথে হঠাৎ করে জ্বালানির তেলের দাম বৃদ্ধি জনগণের উপর আরো চাপ প্রয়োগ করবে। জ্বালানির তেলের মূল্য বৃদ্ধি কারনে সব কিছুর উৎপাদন খরচ বেড়ে যাবে বলেও মন্তব্য করেন নুরল হক।

শ্রদ্ধা নিবেদন শেষে নুরুল হক দলী নেতাকর্মীদের নিয়ে সড়ক পথে ঢাকা ফিরে যান। এদিকে, নুরুল হকের আগমন উপলক্ষে পুলিশের পক্ষ থেকে নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।