যশোরে সমবায় দিবস পালিত

যশোরে সমবায় দিবস পালিত

শেয়ার করুন

249957487_212220354369899_7647075659581729019_n
।। তামান্না ফারজানা, যশোর ।।
’বঙ্গ বন্ধুকে দর্শন,সমবায়ে উন্নয়ন ’ এই প্রতিপাদ্যে যশোরে পালিত হয়েছে ৫০ তম জাতীয় সমবায় দিবস।
দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসন,সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যশোর -৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার বেল্লাল হোসাইন,জেলা সমবায় কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক।
প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন এবং সারা পৃথিবীর মাঝে তিনি বাংলাদেশকে অত্যন্ন সুউচ্চ আসনে বসিয়েছেন। বাংলাদেশের অগ্রগতি ,বাংলাদেশের জলবায়ু,এই পরিস্থিতি মোকাবেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কটল্যান্ডের গøাসগোতে শুরু ’কপ২৬’ জলবায়ু সম্মেলনে সব উল্লেখ্য করেছেন। বাংলাদেশকে বিভিন্ন মেগা প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের চেহারা আমুল পরিবর্তন হয়েছে। কেবল মেগা প্রজেক্টই নয় গ্রামীন অর্থনীতিকেও অত্যন্ত শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের প্রবৃদ্ধি গত কয়েকে বছর ধরে ৭/৮ ভাগে ছিলো। বর্তমানে তা পাঁচ ভাগে নেমে এসেছে। গত দেড় বছর সারা বিশ^ যেখানে প্যান্ডামিক গনণাতে পর্যুদস্ত অবস্থায় ছিলো সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত গতিশীল ও সময় উপযোগী নেতৃত্বে সিদ্ধান্ত নেয়ার ফলে বাংলাদেশ অনেক অনুন্নত রাষ্ট্রের তুলনায় ভালো অবস্থানে আছে। গতকালকেও যুক্তরাষ্টে ্রকরোনা আক্রান্তের সংখ্যা একাত্তর হাজার ছিলো। সারা ইউরোপেও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে সেই তুলনায় আক্রান্তের সংখ্যা পরীক্ষার দেড় ভাগে নেমে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে জীবন ও জীবীকার উভয় সংগ্রামে লিপ্ত আছেন। আমার দৃঢ় বিশ^াস আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে এক সাথে কাজ করলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তিনি আরও বলেন, যশোর একটি প্রাচীন জেলা। আমাদের যশোরে সমবায় আন্দোলন একটি শক্তিশালী আন্দোলন। এ জেলার সমবায় আন্দোলনের কথা বলতে গেলে আমাদের স্মরণ করতে হয় মরহম সংসদ সদস্যএ্্যাড.রওশন আলীকে। তিনি এ জেলায় সমবায় আন্দোলনের পথিকৃত। যার নেতৃত্বে যশোর জেলাতে অত্যন্ত শক্তিশালী মোমিন নগর থেকে শুরু করে বিভিন্ন শহরে প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। আমরা সকলে এক সাথে কাজ করলে যশোর জেলার সমবায় আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো।