৪৫ বছরেও উদ্ধার হয়নি রাঙ্গামাটির বধ্যভূমি

৪৫ বছরেও উদ্ধার হয়নি রাঙ্গামাটির বধ্যভূমি

শেয়ার করুন

রাঙ্গামাটি প্রতিনিধি:

একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বতার শিকার হয়নি এমন জেলা খুজে পাওয়া যাবে না। পাহাড়ী জনপদ রাঙামাটিতেও রয়েছে সেই ভয়াবহ ইতিহাস। পাকিস্তানি বাহিনীর গণহত্যার শিকার হয়েছিলেন মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষ। ৪৫ বছর পেরিয়ে গেলেও রাঙ্গামাটি শহরের সেই বধ্যভূমির আজও উদ্ধার করা  যায়নি।

রাঙ্গামাটি শহরের প্রবেশ মুখে মানিকছড়ি পাহাড় আর জেলা প্রশাসকের বাংলোর পরেই কাপ্তাই হ্রদ ঘেরা আদার পাহাড়। একাত্তরে পাক হানাদারবাহিনী এবং তাদের দোসররা মুক্তিযোদ্ধাসহ অসংখ্য নিরীহ মানুষকে গুলি করে হত্যার পর ফেলে দিয়েছিল পাহাড়ি খাদে। এ ঘটনা এখনো অনেককে দুঃস্বপ্নের মতো তাড়া করে ফেরে।

আদার পাহাড় ও মানিকছড়ির গিরি খাদ ছাড়াও আসাম বস্তি এলাকাতেও গণহত্যা হয়েছিলো। শহীদদের স্বজনরা গণকবরের সন্ধান দিলেও, সুনির্দিষ্টভাবে স্থানটি চিহ্নিত করতে না পারায় বধ্যভূমি উদ্ধার করা যাচ্ছেনা। বধ্যভূমি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পরিষদও।