‘দাঁড়িপাল্লা’ প্রতীক বরাদ্দে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা

‘দাঁড়িপাল্লা’ প্রতীক বরাদ্দে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা

শেয়ার করুন

দাড়ি পাল্লানিজস্ব প্রতিবেদক:

আদালতের মনোগ্রাম হিসেবে ‘দাঁড়িপাল্লা’ ব্যবহৃত হওয়ায় এটিকে কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তির অনুকূলে নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ না দিতে নির্বাচন কমিশনকে চিঠি দিবে সুপ্রিম কোর্ট। বিষয়টির সত্যতা স্বীকার করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ মঙ্গলবার ১৩ ডিসেম্বর জানিয়েছেন, বুধবার নির্বাচন কমিশনকে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হবে।

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে আসছে। তবে সম্প্রতি দলটি নির্বাচন করতে পারছে না।

রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধন হাইকোর্ট বেআইনি ঘোষণা করায় যেকোনো পর্যায়ের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারিয়েছে দলটি।