হবিগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

হবিগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি :

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ভারী বর্ষণের কারণে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার ২৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফাটল দেখা দিয়েছে শহর রক্ষা বাধেঁ। শহরের কামড়াপুর ব্রিজ, মাছুলিয়া ও তেতৈয়া ব্রিজ পয়েন্ট ঝুকিঁপূর্ণ অবস্থায় রয়েছে। এরমধ্যে বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

খোয়াই নদীর পাশাপাশি কুশিয়ারা, করাঙ্গি, সুতাং ও ভেড়ামোহনা নদীর পানিও বাড়ছে। চুনারুঘাট উপজেলার রাজারবাজার এলাকায় বাঁধ উপচে নদীর পানি ঢোকায় ৮/৯টি গ্রামের হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। হবিগঞ্জ শহরের দানিয়ালপুর, সার্কিট হাউজ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবন, সায়েস্তানগর ও মোহনপুরসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে খোয়া্‌ই নদীর পাড়ে বসবাসকারীদের সর্তক থাকার আহ্বান জানানো হয়েছে। ভাঙ্গন আতঙ্কে অনেকে বাসা বাড়ি থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন। বাধঁগুলোতে প্রশাসনের সহযোগিতায় স্থানীয়লোকজন বালুর বস্তা ফেলে পানিবন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।