কনফেডারেশন কাপ: বুধবার মুখোমুখি নিউজিল্যান্ড-মেক্সিকো

কনফেডারেশন কাপ: বুধবার মুখোমুখি নিউজিল্যান্ড-মেক্সিকো

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

ফিফা কনফেডারেশন কাপে গ্রুপ বি’তে বুধবার নিউজিল্যান্ডের প্রতিপক্ষ মেক্সিকো। রাত ১২টায় শুরু হবে ম্যাচ।

পর্তুগালের সঙ্গে ২-২ গোলে ড্র করে কনফেডারেশন কাপ শুরু মেক্সিকোর। এবার তাদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত কম শক্তিশালী নিউজিল্যাণ্ড। হার্নান্দেজ, জিওভানি দোস সান্তোসরা রয়েছেন সেরা ফর্মে। কিউইদের বিপক্ষে শক্তিমত্তার বিচারে অনেকখানি এগিয়ে থেকে সোচি স্টেডিয়ামে নামছে জুয়ান ওসোরিওর দল।

কনকাকাফ চ্যাম্পিয়নরা অবশ্য এ ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে। অবশ্য থাকারই কথা। এছাড়া পরিসংখ্যানও কথা বলছে তাদের পক্ষে। শেষ ৫ লড়াইয়ে মেক্সিকো কাছে  কোন পাত্তাই পায় নি কিউইরা ।

অন্যদিকে কনফেডারেশন্স কাপে এখনো জয়হীন নিউজিল্যান্ড। ওশেনিয়া অঞ্চল থেকে তিনবার অংশ নিয়ে এখন পর্যন্ত একটি ম্যাচেও জয় পায়নি কিউইরা। অতীত পরিসংখ্যান পরিবর্তনের পাশাপাশি জয়খরাও কাটাতে চাইবে অ্যান্থনি হজসনের দল।

মেক্সিকোর বিপক্ষে হজসনের তরুপের তাস হতে পারেন ২২ বছর বয়সী স্ট্রাইকার রায়ান থমাস ও অধিনায়ক ডুরান্তেও। তবে এ ম্যাচ কিছুটা পরিবর্তন আসতে পারে বলে আভাস দিয়েছে হজসন।