সাঁওতাল পল্লিতে আগুন লাগিয়েছিল পুলিশ

সাঁওতাল পল্লিতে আগুন লাগিয়েছিল পুলিশ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় সাঁওতালদের বসতিতে পুলিশ সদস্যরাই প্রথমে আগুন ধরিয়ে দেয়।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল উচ্ছেদের ঘটনার এক মাস পেরিয়ে গেলেও তদন্তে অগ্রগতি নেই। উত্তরাঞ্চলে জেঁকে বসা শীতের মধ্যে খোলা আকাশের নিচে এখনও মানবেতর বসবাস করছেন সাঁওতালরা।

ভিডিও চিত্রটিতে দেখা যায়, একদল পুলিশ সদস্য সারিবদ্ধভাবে সাঁওতালদের বসতির দিকে এগিয়ে যাচ্ছেন। এসময় তাদের কয়েকজন সদস্য সাওতালদের বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেয়। যোগ দেন পুলিশের গোয়েন্দা বিভাগের পোশাক পরিহিত আরো কয়েকজন সদস্য।

পরে তাদেরকেও আরো কয়েকটি ঘরে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। গত ৬ নভেম্বর সাহেবগঞ্জ খামারে গড়ে তোলা বসতি থেকে সাঁওতালদের উচ্ছেদ করা হয়। এর আগে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে ২ জন মারা যান এবং আহত হন প্রায় ৪০ জন।