শোলাকিয়ায় হয়নি ঈদের জামাত, মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়

শোলাকিয়ায় হয়নি ঈদের জামাত, মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়

শেয়ার করুন

Kishoreganj EID Jamat (2)
।। শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ ।।
করোনার কারণে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
হয়নি। শুধু শোলাকিয়া নয়, জেলার কোনো ঈদগাহ বা খোলা জায়গায় ঈদের
জামাত আয়োজন করা হয়নি। সম্পূর্ণ ভিন্ন আবহে কেবল মসজিদগুলোতে
স্বাস্থ্যবিধি মেনে জামাত অনুষ্ঠিত হয়।
২০০ বছরের ইতিহাসে কোনোদিন কোনো দুর্যোগে বন্ধ থাকেনি এই
ঈদের জামাত। ২০১৬ সালে শোলাকিয়া মাঠের অদূরে জঙ্গী হামলার পরও মুখরিত
ছিল শোলাকিয়া। সেদিনও হয়েছে ঈদের জামাত। কিন্তু করোনাভাইরাস
সবকিছু যেন এলোমেলো করে দিয়েছে। গত ঈদুল ফিতরের জামাত হয়নি
শোলাকিয়ায়। করোনা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় ঈদুল আজহার ১৯৪তম
জামাত হয়নি সেখানে। করোনার সংক্রমণ ঠেকাতে ঈদগাহ পরিচালনা
কমিটির সিদ্ধান্তে বাতিল হয় শোলাকিয়ার জামাত।
কিশোরগঞ্জ শহরের সবগুলো মসজিদে স্বাস্থ্যবিধি মেনে জামাত অনুষ্ঠিত
হয়েছে। তবে সবচেয়ে বড় জামাত হয়েছে ঐতিহাসিক শহীদী মসজিদ ও
পাগলা মসজিদে। আজ বুধবার সকাল সাড়ে সাতটায় এ মসজিদে জামাত
অনুষ্ঠিত হয়। জামাতে বিপুল সংখ্যক মুসুল্লী সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য
বিধি মেনে অংশ গ্রহণ করেন। শহীদী মসজিদে দুটি ও পাগলা মসজিদে
তিনটি জামাত হয়েছে। আর সারা জেলায় প্রায় ১৩০০ মসজিদে জামাত
অনুষ্ঠিত হয়েছে।
জামাতগুলোতে করোনাভাইরাস থেকে মুসলমানসহ মানবজাতিকে সুরক্ষা
দিতে মহান আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়। একই সঙ্গে মুসলিম উম্মাহর
ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় দোয়ায়।