ব্রাহ্মণবাড়িয়ায় পশু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত ৮০

ব্রাহ্মণবাড়িয়ায় পশু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত ৮০

শেয়ার করুন
 Bbb pix
 ।। পীযূষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া ।।
ব্রাহ্মণবাড়িয়ায় কুরবানীর পশু জবা ও মাংস কাটতে গিয়ে অন্তত ৮০ জন আহত হয়েছেন। বুধবার (২১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে ৫-৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ধীমান দেবনাথ জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত ৮০ জন জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছেন। তাদের কেউ গরু-মহিষ জবাই করতে গিয়ে শিংয়ের গুতো এবং লাথিতে আহত হয়েছেন। আবার অনেকে মাংস কাটতে গিয়ে অসাবধানতাবশত ছুরি দিয়ে হাত কেটেছেন। এদের মধ্যে ৫-৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।