লিটন হত্যা মামলায় আরও দুইজনের রিমান্ড

লিটন হত্যা মামলায় আরও দুইজনের রিমান্ড

শেয়ার করুন

গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেপ্তার শিবির কর্মী সাইফুল ও জামায়াত কর্মী মুকুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

সোমবার দুপুরে সুন্দরগঞ্জ আদালতে সাইফুল ও মুকুলকে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে  তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মইনুল হাসান ইউসুফ।

এদিকে, লিটন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সুন্দরগঞ্জ উপজেলার আওয়ামী লীগ। সকালে সুন্দরগঞ্জের ধর্মপুর ডাকবাংলো মাঠে এক প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন বক্তারা।