রংপুর-কিশোরগঞ্জে চলছে বৈশাখের বিভিন্ন প্রতিকৃতির রমরমা বেচাকেনা

রংপুর-কিশোরগঞ্জে চলছে বৈশাখের বিভিন্ন প্রতিকৃতির রমরমা বেচাকেনা

শেয়ার করুন

boysakএটিএন টাইমস ডেস্ক:

বাংলা নববর্ষকে ঘিরে রংপুর ও কিশোরগঞ্জে তৈরি হচ্ছে মুখোশ, প্রতিকৃতি এবং শোভাযাত্রায় অংশগ্রহণের বিভিন্ন সামগ্রী। রংপুরে কয়েকজন যুবক বাণিজ্যিকভাবে তৈরি করছেন মুখোশ, প্রতিকৃতি, একতারা, কুলাসহ বিভিন্ন শিল্পকর্ম।

বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে অর্ডার নিয়ে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তারা। এদিকে, কিশোরগঞ্জে শুধু শহর নয়, গ্রামে গ্রামে এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও এবার ব্যাপক আয়োজন রয়েছে বর্ষ বরণের।

‘আমাদের কিশোরগঞ্জ’ নামে একটি সংগঠনের ব্যানারে শহরে বের করা হবে মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাকে বর্ণিল সাজে সাজাতে স্টেডিয়ামের আঙিনায় এখন তুমুল কর্মব্যস্ততা। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়েছে মুখোশ আর ফেস্টুন তৈরিতে।

অমঙ্গল ও সামপ্রদায়িক শক্তিকে সরিয়ে দিয়ে উৎসবের রঙে রং আর তুলির খেলায় রাঙিতে দিতে চান শিল্পীরা।