বিলুপ্তির পথে নতুন বছরে হালখাতা প্রথা

বিলুপ্তির পথে নতুন বছরে হালখাতা প্রথা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

পহেলা বৈশাখ, আর হালখাতা। যেন হাত ধরাধরি করে হাজির হয় বছরের প্রথম দিনে। পুরোনো হিসাব-নিকাশ চুকিয়ে শূরু হয় হিসাবের হালনাগাদ। আগের মতো না হলেও পুরোনো সেই হালখাতার ঐতিহ্য এখনো ধরে রখেছেন ব্যবসায়ীরা।

শেষ, পুরোনো হিসাব নিকাশ। নতুন বছরের প্রথম দিনে নতুন খাতা, নতুন হিসাব। আর সামর্থ্য অনুযায়ী পুরোনো দেনা পরিশোধ করেই গ্রাহকরা নাম লেখান সেই নতুন খাতায়। আর শুরু হয় হিসাবের নতুন হাল নাগাদ।

তবে খালি মুখে নয়, ব্যবসায়ীরাও মিষ্টিমুখ করান গ্রাহকদের। ঐতিহ্যগতভাবে এভাবেই চলে আসছে হালখাতা। যদিও সময়ের পরিবর্তনে বদলে গেছে ধরন, তারপরেও পুরান ঢাকার ব্যবসায়ীদের ধরে রাখার চেষ্টা।

হালখাতার প্রচলন সম্রাট আকবরের সময় থেকে। তবে সময় আর প্রযুক্তির কারণে এখন শুধুই ঐতিহ্যের অংশ। তারপরেও ব্যবসায়ীদের কাছে আছে এর আলাদা মহত্ব। হিন্দু ধর্মের অনুসারীরা গণেশ পুজায় শুরু করেন, হালখাতা। তাদের বিশ্বাস এতে উন্নতি হয় ব্যবসার।

তবে জৈলুস থাকুক আর নাই থাকুক, চৈত্রের শেষ দিনে সকল হিসাব চুকিয়ে বৈশাখের প্রথম দিনে শুরু হবে হালখাতা। প্রত্যাশা থাকবে ক্রেতা বিক্রেতার সম্পর্ক দীর্ঘস্থায়ী আর অমলিন থাকার।