মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, পাঁচ জনের শাস্তি

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, পাঁচ জনের শাস্তি

শেয়ার করুন

khulna-001-600x330এটিএন টাইমস ডেস্ক:

মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার, রোগীদের সঙ্গে প্রতারণা করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের মালিক ও ৩ চিকিৎসকসহ ৫ জনকে অর্থদণ্ড ও কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডাদেশপ্রাপ্ত ৫ জনের বিরুদ্ধে ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। বুধবার দুপুরে র‌্যাব ১ ও র‌্যাব ৬-এর যৌথ অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ এ আদেশ দেন।

দণ্ডদেশপ্রাপ্তরা হলেন, হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান, পরিচালক ডা. সুভাস চন্দ্র সাহা, উপ-পরিচালক (প্রশাসন) ডা. এবিএম মাহবুবুল হক, ল্যাব ইনচার্জ ডা. জেমস টি সরকার ও টেকনোলজিস্ট বাহারুল ইসলাম।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও বিভিন্ন প্রকারের বিপুল পরিমাণ ওষুধ, ব্যবহার অনুপযোগী ২২ ব্যাগ রক্ত জব্দ করা হয়। এছাড়া অতিরিক্ত অর্থ আদায়ের জন্য হাসপাতালের আইসিইউতে নিয়ম বহির্ভূতভাবে রোগী রাখা ও ল্যাবরেটরি থেকে রোগীদের সরবরাহ করা পরীক্ষার রিপোর্ট প্রদানেও অনিয়মের অভিযোগ পাওয়া যায়।