জঙ্গি অর্থায়ন : ব্যবসায়ী মঞ্জুরকে কারাগারে পাঠানোর নির্দেশ

জঙ্গি অর্থায়ন : ব্যবসায়ী মঞ্জুরকে কারাগারে পাঠানোর নির্দেশ

শেয়ার করুন

 

চট্টগ্রাম প্রতিনিধি :

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে গার্মেন্টস ব্যবসায়ী মঞ্জুর এলাহীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসানের আদালতে হাজির করা হলে, তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

এর আগে, মঙ্গলবার রাতে ঢাকার উত্তরা থেকে ব্যবসায়ী মঞ্জুর এলাহীকে গ্রেপ্তার করে র‌্যাব-৭। মঞ্জুর এলাহীর বাড়ি সন্দ্বীপে হলেও, পরিবার নিয়ে তিনি ঢাকার উত্তরায় বাস করতেন। তিনি গার্মেন্টসসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। চট্টগ্রামের হাটহাজারী থানায় সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানাসহ ৩৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ দুই মামলার অভিযোগপত্রে মঞ্জুর এলাহীর নাম রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।