মুন্সীগঞ্জে উৎসব মুখর পরিবেশে জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন

মুন্সীগঞ্জে উৎসব মুখর পরিবেশে জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন

শেয়ার করুন

photo-munshiganj-28-12-1মুন্সীগঞ্জ প্রতিনিধি:

উৎসব মুখর পরিবেশে মুন্সীগঞ্জে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৫ টি ভোট কেন্দ্রের মধ্যে ১২ টি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছে ৭৪০ জন জন জনপ্রতিনিধি। তবে শ্রীনগর উপজেলার ৩টি ভোট কেন্দ্র প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ায় শ্রীনগর, সমেষপুর ও রাড়িখাল ইউনিয়নের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়নি।

এদিকে মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদপুর মহিউদ্দীন বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় ভোট হয়েছে ৩৩ জন সাধারণ এবং ১২ জন সংরক্ষিত নারী সদস্যদের মধ্যে। সাধারণ সদস্য নির্বাচনের ভোট গ্রহন চলাকালে জেলার ৫ টি উপজেলার কোথাও কোন অপ্রতীকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্তিতি ছিল চোখে পড়ার মত।
বেলা ২টার পর থেকে ভোট গণণা শুরু হয়। সাধারণ সদস্যেদের মধ্যে বেসকারী ভাবে নির্বাচিত হয়েছেন ১ নং ওয়ার্ডে এস এম আলমগীর হোসেন, ২ নং ওয়ার্ডে আলী আহম্মদ বাচ্চু, ৩ নং ওয়ার্ডে মিরজা মো. হয়দার নেকবর, ৯ নং ওয়ার্ডে মো. আনিছুর রহমান, ১০ নং ওয়ার্ডে তাজুল ইসলাম, ১১ নং ওয়ার্ডে গোলাম রসূল সিরাজী রোমান, ১২ নং ওয়ার্ডে আরিফুর রহমান আরিফ, ১৪ নং ওয়ার্ডে মো. নাজমুল হোসেন, ১৫ নং ওয়ার্ডে সাঈদুর রহমান খান। এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন পুরুষ ৪ নং ওয়ার্ডে ইকবাল হোসেন মাস্টার, ৫ নং ওয়ার্ডে মনির হোসেন মিটুল, ৬নং ওয়ার্ডে এম মাহবুব-উল্লা, ৮ নং ওয়ার্ডে মো. ইদ্রিস শেখ, ১৩ নং ওয়ার্ডে মো. আফসার উদ্দিন ভূইয়া।
এদিকে, ৭ নং ওয়ার্ডের সাধারণ সদস্যপদে প্রার্থী আক্তার হোসেন খান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েও আদালতে মামলা থাকার কারনে তা স্থগিত করা হয়।
সংরক্ষিত মহিলা সদস্যরা হলেন, ১ নং ওয়ার্ডে হোসনেয়ারা বেগম, ৩ নং ওয়ার্ডে আকলিমা বেগম, ৪ নং ওয়ার্ডে মোরশেদা বেগম লিপি, ৫ নং ওয়ার্ডে মর্জিনা বেগম। এদিকে ২ নং ওয়ার্ডের নূরজাহান বেগম আগেই বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।