জেএসসি’তে পাশের হার ৯২.৩৩%

জেএসসি’তে পাশের হার ৯২.৩৩%

শেয়ার করুন

jse_53125এটিএন টাইমস ডেস্ক: 

পিইসি, জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তানন্তর করা হয়েছে। সকালে গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন। এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি’তে পাসের হার প্রায় ৯৮ দশমিক ৫১ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ২ লাখ ৮১ হাজার ৮৯৮ জন।

অন্যদিকে, জুনিয়র স্কুল সার্টিফিকেট- জেএসসি পরীক্ষায় পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ২ লাখ ৪২ হাজার ৫৮৮ জন শিক্ষার্থী। জেডিসিতে পাসের হার ৯৪ শতাংশ। জিপিএ ফাইভের সংখা ১২ হাজার ৫২৯। ফলাফলের অনুলিপি গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যত গড়তে কাজ করে যাচ্ছে সরকার।

দুপুরে আলাদা সংবাদ সম্মেলনে এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন দুই মন্ত্রী। তারপর থেকেই শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট  গিয়ে ফলাফল জানতে পারবে। এছাড়া যে কোনো মোবাইল থেকে এসএমএস করেও ফল জানা যাবে।