মিন্নিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ

মিন্নিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ

শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি :

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বরগুনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিন্নিকে হাজির করে সাতদিনের রিমান্ড চাওয়া হলে, শুনানি শেষে বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল রাতে রিফাত হত্যা মামলায় তার স্ত্রী মিন্নিকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গতকাল দিনভর তাকে পুলিশ লাইন্সে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মিন্নি রিফাত হত্যা মামলায় এক নম্বর সাক্ষী। রিফাতের হত্যার পর গোপন এবং প্রকাশ্য তদন্ত, নিবিড় পর্যবেক্ষণ, গ্রেপ্তার হওয়া আসামিদের বক্তব্য এবং মিন্নির বক্তব্যের ভিত্তিতে এ হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশ।

গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কোপানো হয়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।