‘মাদকের বিরুদ্ধে প্রতিরোধ, আন্দোলন গড়ে তুলতে হবে’

‘মাদকের বিরুদ্ধে প্রতিরোধ, আন্দোলন গড়ে তুলতে হবে’

শেয়ার করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (সংরক্ষিত ছবি)

রাজশাহী প্রতিনিধি:

নতুন প্রজন্মকে মাদকদ্রব্য থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মন্ত্রী বলেন, নতুন প্রজন্ম যেন এসব জীবন বিনষ্টকারী বস্তুর কাছে ঘেঁষতে না পারে, এ জন্য অভিভাবকদের সচেতন হতে হবে।

মঙ্গলবার সকালে রাজশাহীতে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এক নম্বর ব্যাটালিয়ন এই অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সবাই মিলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ, আন্দোলন গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে মাদক প্রতিরোধ করা সম্ভব নয়।