কঙ্গোয় বিক্ষোভ, নিহত ১৭

কঙ্গোয় বিক্ষোভ, নিহত ১৭

শেয়ার করুন

কঙ্গো বিক্ষোভ

বিশ্ব সংবাদ ডেস্ক:

কঙ্গোতে প্রেসিডেন্ট জোসেফ কাবিলার পদত্যাগের দাবিতে বিক্ষোভকালে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

সোমবার কয়েক হাজার বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে, প্রাণহানির এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন পুলিশ সদস্য রয়েছেন। বিক্ষোভকারীরা দেশটির রাজধানী কিনশাসার প্রধাক সড়কে ব্যারিকেড দেয় ও গাড়িতে আগুন লাগিয়ে দেয়।

পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় একজনকে পুড়িয়ে হত্যা করা হয়। পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে।  কঙ্গোর বিরোধীদলের দাবি, প্রেসিডেন্ট কাবিলা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন।

তাই পরবর্তী নির্বাচনের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। এ সংকটে  কিনশাসাতর  স্কুল-কলেজ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।