ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ২ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ২ জন নিহত

শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ২ জন নিহত হয়েছে। বুধবার ভোরে সরাইলে ঢাকা-সিলেট মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাতে ইউপি চেয়ারম্যান জুয়েল ও জেলা ছাত্রদল নেতা রনি মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে সরাইল উপজেলার শান্তিনগর এলাকায় একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন দুজনই। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় জুয়েল ও রনি উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।

সেখানে দায়িত্বরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান জুয়েল। এদিকে ময়মনসিংহ সদরের রাঘবপুরে ট্রাকের চাপায় মাহেন্দ্রর চালকের মৃত্যু হয়েছে।