ইসরায়েলের বসতি স্থাপনের তীব্র নিন্দা ইইউ’র

ইসরায়েলের বসতি স্থাপনের তীব্র নিন্দা ইইউ’র

শেয়ার করুন

4441-israel-new-settlements

বিশ্বসংবাদ ডেস্ক :

পশ্চিম তীরে একের পর এক ফিলিস্তিনি ঘরবাড়ি গুড়িয়ে দিয়ে সেখানে ইহুদি বসতি স্থাপনের ঘটনায় ইসরায়েলের নিন্দা করেছে ইউরোপিয় ইউনিয়ন।

গত সপ্তাহে এক বৈঠকে ইসরায়েল সরকারের সমালোচনা করেছে ইইউ’র উচ্চ পর্যায়ের কমিটি। তারা এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মানতে চরমভাবে ব্যর্থ হয়েছে ইসরায়েল। তাদের অভ্যন্তরীণ নীতিতে পরিবর্তন আনা প্রয়োজন।

গত মাসে পূর্ব জেরুজালেমের খান আল আহমার গ্রামের ৪২টি ঘরবাড়ি গুড়িয়ে দেয় ইসরায়েল। যেখানে ইইউ’র সদস্যরাষ্ট্র বেলজিয়াম ও ইতালি একটি স্কুল স্থাপন করেছিল। এমনকি দেড়শ মানুষের বসবাসের জন্য একটি ভবন তৈরির উদ্যোগ নিয়েছিল।

বিবৃতিতে ইউরোপিয় ইউনিয়ন জানায়, ইসরায়েলের জোর করে জায়গা দখলের নীতি থেকে সরে আসতে হবে। এবং পূর্ব জেরুজালেমের ওই গ্রামে মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর অনুমোদনও দিতে হবে।