বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

শেয়ার করুন

my12-n17-24-07-201520151219123606মুন্সিগঞ্জ প্রতিনিধি :

বৈরী আবহাওয়ার জন্য শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও শরীয়তপুরের মঝির হাট নৌরুটে সব ধরণের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তবে,  সীমিত আকারে ফেরি সার্ভিস চালু রেখে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

১০ টা থেকে  আবহাওয়ার পরিবর্তন হতে থাকে। এসময় প্রচন্ড বাতাসের পাশাপশি নদী উত্তাল হয়ে উঠে।  এসময় থাকার সব ধরণের নৌ সার্ভিস বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন মাওয়া পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ আরমান হোসেন।

তিনি  জানান, এই নৌরুটে কিছু ফেরি  দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।  সীমিত আকারে ফেরি চলাচলের কারনে ৫ থেকে ৬ শত যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে, আবহাওয়া অনুকুলে আসলে সকল যানবাহন আবার স্বাভাবিক ভাবেই চলাচল শুরু করবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।