‘২০ জনের চোখ হারানোর ঘটনার দায় স্বাস্থ্য মন্ত্রণালয় এড়াতে পারেনা’

‘২০ জনের চোখ হারানোর ঘটনার দায় স্বাস্থ্য মন্ত্রণালয় এড়াতে পারেনা’

শেয়ার করুন

high court
নিজস্ব প্রতিবেদক :

চুয়াডাঙ্গার ইমপ্যাক্ট মাসুদুল হক হাসপাতালে চক্ষু শিবিরে ২০ জনের চোখ হারানোর ঘটনার দায় স্বাস্থ্য মন্ত্রণালয় এড়াতে পারেনা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে এক রিট আবেদনের শুনানিতে এ মন্তব্য করেন।  গত সোমবার একই আদালত কতিপয় চিকিৎসকের কারণে চিকিৎসা পেশায় দুর্বৃত্তায়ন ঢুকে পড়ছে বলে পর্যবেক্ষণ দিয়েছিলেন।

গত ৫ মার্চ ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারে আয়োজিত চক্ষু শিবিরে চিকিৎসা নিয়ে, পরবর্তী জটিলতায় চোখ হারান ২০ জন নারী-পুরুষ। দৈনিক সমকালে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর, ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গত ১ এপ্রিল রিট করেন আইনজীবী অমিত দাসগুপ্ত।