ফরিদপুর ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

ফরিদপুর ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

শেয়ার করুন

 

এটিএন টাইমস ডেস্ক :

ফরিদপুর ও নারায়ণগঞ্জে বুধবার সড়ক দুর্ঘটনায় জেএসসি পরীক্ষার্থীসহ ৩ জন মারা গেছে। ফরিদপুরে মারা গেছেন দুই পাট ব্যবসায়ী।  আহত হয়েছেন আরো দুইজন।

সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে দুর্ঘটনাটি হয়। পুলিশ জানায়, সকালে একটি দ্রুতগামী লোকাল বাস পাটবোঝাই নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমন আরোহী পাট ব্যবসায়ী ফটিক মালো ঘটনাস্থলে মারা যান। আহত হন চালকসহ আরো ৩ জন। তাদের হাসপাতালে নেওয়ার পর মারা যান আরেক পাট ব্যবসায়ী কাউসার খলিফা। নিহতদের বাড়ী ভাঙ্গা উপজেলার খাগদী গ্রামে।

এদিকে নারায়ণগঞ্জের রুপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছে নীলীমা নামে একজন জেএসসি পরীক্ষার্থী। এলাকাবাসী জানায় : বরাবোতে সড়ক পার হওয়ার সময় ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যায় মেয়েটি।