নড়াইলে ভূয়া প্রকল্পের নামে পুকুর চুরি

নড়াইলে ভূয়া প্রকল্পের নামে পুকুর চুরি

শেয়ার করুন

Narail-pic-18.06.21

।। কার্ত্তিক দাস, নড়াইল ।।
চাঁদা তুলে রাস্তা নির্মাণ করলো গ্রামবাসি। সেই রাস্তায় ভূয়া প্রকল্প দেখিয়ে ইউপি সদস্য মো.সেলিম মোল্লা সঙশ্লিষ্ট
কর্মকর্তাদের যোগসাজসে টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর সঙ্গে জড়িত রয়েছেন ইউপি
চেয়ারম্যান,প্রকল্প সুপারভাইজার ও পিআইও। এমন পুকুর চুরির ঘটনা ঘটেছে নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া
ইউনিয়নে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিয়নের নোয়াগ্রামবাসি ১৬ জুন কালিয়া উপজেলা নির্বাহী
কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিজেকে আড়াল করতে ওই ভূয়া প্রকল্পের সভাপতির বিরুদ্ধে সার্টিফিকেট
মামলা দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়,পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের বাসিন্দারা চাদা তুলে তিন মাস আগে খাজা মোল্লার
বাড়ির সামনে থেকে বিল অভিমুখে একটি কাচা রাস্তা বালু—মাটি দিয়ে নির্মাণ করেন। সেই রাস্তার কাজ উপজেলা
উপ—সহকারি প্রকৌশলী দেবদাশ বিশ্বাস,পিআইও শরীফ মো.রুবেল কর্মসৃজন কর্মসূচির কাজ দেখিয়ে প্রথম
পর্যায়ে প্রায় লাখ টাকা ভাগাভাগি করে নিয়েছেন। বিষয়টি জানাজানি হলে নিজেকে রক্ষার্থে উপজেলা প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোহম্মদ রুবেল টাকা ফেরতের দাবিতে প্রকল্প সভাপতি ইউপি সদস্য মো.সেলিম
মোল্লার বিরুদ্ধে ১৬ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সার্টিফিকেট মামলা করেন।
স্থানীয় মসজিদ কমিটির সভাপতি হাজী মো.আসাদুজ্জামান বলেন,প্রকল্প কমিটির সভাপতি ইউপি
সদস্য সেলিম মোল্লা রাস্তার কাজ না করে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজসে ভূয়া
প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাৎ করার চেষ্টা করেন। তিনি বলেন,বিল থেকে ফসল আনার সময়
গ্রামবাসির ভোগান্তির কথা অনুভব করে তাদের টাকায় রাস্তায় বালু ও মাটি দেওয়া হয়। আমরা এর
বিচারসহ উপযুক্ত শাস্তি চাই।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে,চলতি অর্থ বছরে কর্মসৃজন প্রকল্পের আওতায়
উপজেলার ১৪টি ইউনিয়নে ৪৮টি প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়। ওই সব প্রকল্পের অনুকুলে এক হাজার ২৩৯
জন শ্রমিক নিয়োগ করা হয়। প্রকল্পের অনুকুলে সরকার ৯৯ লাখ ১২ হাজার টাকা বরাদ্দ দেয়। ১৭ এপ্রিল থেকে
৯ জুন পর্যন্ত প্রকল্পের কাজ শেষ করা হয়েছে। কিন্তু নোয়াগ্রামবাসির অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট
দপ্তরের কর্মকর্তাদের টনক নড়ে। দূর্ণীতির ঘটনা থেকে নিজেদের আড়াল করতে প্রকল্প কর্মকর্তা
আড়েভাগেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সার্টিফিকেট মামলা দায়ের করেন।
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী দেবদাশ বিশ্বাস তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মো.রুবেল নিজেকে নির্দোষ দাবি করে বলেন ভূয়া প্রকল্পে গ্রহণকৃত টাকা ফেরতের
দাবি করে প্রকল্প সভাপতির বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করা হয়েছে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হুদা এটিএন টাইমসকে বলেন,উপজেলার নোয়াগ্রামে ভূয়া
প্রকল্পের টাকা আত্মসাতের একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত চলছে। এছাড়া উপজেলা প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা নিজেই একটি সার্টিফিকেট মামলা করেছেন। তিনি বলেন,কর্মসৃজনের টাকা আত্মসাতের
ঘটনার সঙ্গে জড়িতদের কোন ছাড় দেওয়া হবে না।