নেত্রকোণায় প্রতিবছরের মত জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

নেত্রকোণায় প্রতিবছরের মত জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

শেয়ার করুন

Screenshot_20211115-133528~2নেত্রকোণা প্রতিনিধি।।

জগতের নাথ বা অধীশ্বর যিনি তিনি-ই  জগন্নাথ। জগন্নাথদেবের অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয় বলে ভক্তদের বিশ্বাস।

শাস্ত্রে আছে: ‘রথে চ বামনং দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতে’, অর্থাৎ রথোপরি বামন বা জগন্নাথকে দেখতে পেলে জীবের আর পুনর্জন্ম হয় না। তাই মুক্তিকামী মানুষ তাঁর কৃপা প্রার্থনা করেই রথযাত্রার অনুষ্ঠান পালন করে থাকে। জগন্নাথদেবের রথযাত্রার প্রধান কেন্দ্র উড়িষ্যার সমুদ্রতীরবর্তী পুরীধাম। সেখানকার রথযাত্রার অনুসরণেই পৃথিবীর বিভিন্ন দেশে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালিত হয়ে থাকে।

এরই অংশ হিসেবে নেত্রকোণা জেলা শহরের নাগড়া মহল্লাতেও সোমবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হলো জগন্নাথ দেবের রথযাত্রা। দীর্ঘ প্রায় ৩ যুগেরও বেশী সময় ধরে নাগড়া মহল্লায় এ রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে।

প্রয়াত বিশিষ্ট শিল্পপতি বিনোদ কান্তি দাসের পৃষ্ঠপোষকতায় শুরু হওয়া এ রথযাত্রা এখন তার উত্তরসূরীরা ধারাবাহিকভাবে পালন করছেন। এবছর তার উত্তরসূরীদের মাঝে বিকাশ কান্তি দাস, বিপ্লব কান্তি দাস, বিপুল কান্তি দাস রথযাত্রায় উপস্থিত ছিলেন।

প্রতিবছরই এ উৎসবকেঘীরে হাজারো মানুষের ঢল নামে নাগড়া বিনোদ বাবুর ধানের খলায়। বরাবরের মতোই শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো জগন্নাথ দেবের এ রথযাত্রা।