নড়াইলে আপন বোনকে হত্যার দায়ে ভাইকে ফাঁসির আদেশ

নড়াইলে আপন বোনকে হত্যার দায়ে ভাইকে ফাঁসির আদেশ

শেয়ার করুন

  narail pic

নড়াইল প্রতিনিধি।।

আপন বোন ফাতেমা খাতুনকে হত্যার দায়ে নড়াইলে রিপন মোল্লা নামে এক ভাইকে ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মুন্সি মো.মশিয়ার রহমান। আজ সোমবার বেলা ১১টায় এ আদেশ দেন। এ সময় তিনি আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

দন্ডপ্রাপ্ত আসামি নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার কালিনগর গ্রামের মো.মোকছেদ মোল্লার ছেলে।

মামলার বিবরণে জানা যায়,২০১৯ সালের ১৯ নভেম্বর বেলা ৩টার দিকে কালিনগর গ্রামের মোকছেদ মোল্লার মেয়ে ফাতেমা খাতুন স্থানীয় নলিয়া নদীতে কাপড় পরিস্কার করতে যান। আসামি রিপন মোল্লা রাগের বশবতি হয়ে পেছন থেকে ফাতেমাকে ধাক্কা মেরে নদীতে ফেলে দেন। এ সময় তিনি বাঁশের লাঠি ও কৃষি কাজে ব্যবহৃত টেঙ্গারি দিয়ে ফাতেমাকে কুপিয়ে জখম করেন। পরে তাকে নদীর নরম কাঁদায় পুতে রাখে।

আসামি রিপন মোল্লার ছেলে রাশেদ মোল্লা এ ঘটনা দেখে সে স্বজনদের জানায়। পুলিশ খবর পেয়ে রিপন মোল্লাকে আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রিপন মোল্লা হত্যার কথাস্বিীকার করেন।

এ ঘটনায় ফাতেমার বাবা মোকছেদ মোল্লা নিজে বাদী হয়ে ছেলের নামে থানায় হত্যা  মামলা দায়ের করেন।