নীলফামারীতে মসজিদে মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের জামাত

নীলফামারীতে মসজিদে মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের জামাত

শেয়ার করুন

Nilphamari Pic -3 (15.07.2021)
।। মিল্লাদুর রহমান মামুন, নীলফামারী।।
নীলফামারীর করোনা পরিস্থিতি বিবেচনায় ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত
হবে সংশ্লিষ্ট এলাকার মসজিদ গুলোতে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে ঈদুল আযহার
নামজ আদায় উপলক্ষে প্রস্তুতি মূলক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করে জেলা
প্রশাসন।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী সভাপতিত্বে ওই সভায় নীলফামারী
পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান
শাহিদ মাহমুদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক জাকিউজ্জামান,
নীলফামারী বড় মসজিদের ইমাম খন্দকার আশরাফুল আলম উপস্থিত ছিলেন।
প্রতিটি মসজিদে অন্তত তিনটি করে জামাত আদায় করা যাবে। এক্ষেত্রে
স্বাস্থ্য বিধি মেনে নামাজ আদায় করতে হবে এবং মাস্ক নিশ্চিত করার কথা
বলা হয়েছে সভায়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম বলেন,‘জেলার
করোনা পরিস্থিতি বিবেচনায় ঈদগাহ মাঠের পরিবর্তে মসজিদে ঈদের
নামাজ অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে সভায়।’
নীলফামারী বড় মসজিদে সকাল সাড়ে সাতটায় প্রথম, সকাল সোয়া
আটটায় দ্বিতীয় এবং পৌনে নয়টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। একই
ভাবে জেলার অন্যান্য উপজেলার সংশ্লিষ্ট মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের নামাজ।