আগুনে পোড়া সেজান জুস কাখানায় শিশুরা কাজ করেছে কিনা তা খতিয়ে দেখছে...

আগুনে পোড়া সেজান জুস কাখানায় শিশুরা কাজ করেছে কিনা তা খতিয়ে দেখছে র‍্যাব

শেয়ার করুন

আগুনে পোড়া সেজান জূস কাখানায় শিশুরা কাজ করেছে কিনা তা খতিয়ে
দেখছে র‍্যাব, শ্রম অধিদপ্তরকে সাথে নিয়ে অন্য শিল্প প্রতিষ্ঠানে শিশুশ্রম বন্ধে কাজ করবে র‍্যাব- মহাপরিচালক

Rab

।। আবদুস সালাম, নারায়ণগঞ্জ ।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নি দূর্ঘটনায়
হতাহত ও ক্ষতিগ্রস্থ পাঁচশতাধিক শ্রমিক পরিবারের মাঝে মানবিক সহায়তায় ঈদ উপহার প্রদান
করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল চারটায় রূপগঞ্জে ভুলতা স্কুল এন্ড কলেজ বিদ্যালয়ে এ
অনুষ্ঠানে র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল – মামুন বলেছেন,
রূপগঞ্জে আগুনে পোড়া সেজান জূস কাখানায় শিশুরা কাজ করেছে কিনা তা খতিয়ে দেখছে
র‍্যাব, শ্রম অধিদপ্তরকে সাথে নিয়ে অন্য শিল্প প্রতিষ্ঠানে শিশুশ্রম বন্ধে কাজ করবে র‍্যাব। আগুনে
পুড়ে আহত ও শ্রমিকদের মধ্যে খাদ্যসহায়তা বিতরন অনুষ্ঠানে র‍্যাব ডিজি চৌধুরি
আব্দুল্লাহ আল মামুন এবস কথা বলেন,তিনি আরো বলেন মাদক উদ্ধার , জঙ্গিদের আটক , অস্ত্র
উদ্ধার সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ মামলার আসামীদের গ্রেফতারসহ বিভিন্ন ক্ষেত্রে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে র‍্যাব।
এসময় উপস্থিথ ছিলেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক ল্যাফটেন্যান্ট কর্নেল একে আজাদ, র‍্যাব
মিডিয়া ইউয়ং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুইন উদ্দিন, র‍্যাব ১১ এর অধিনায়ক সিও
লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা সহ র‍্যাবের উর্ধŸতন কর্মকর্তা উপস্থিথ ছিলেন।
পরে হাসেম ফুট ভেবারেজ কারখানায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫০০ শতাধিক পরিবারের মাঝে
সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে আগুনের সময় ছাদ থেকে পরে আহত ৪৩ টি পরিবার ছিল।