নাটোরে যাত্রীবাহী বাসে ডাকাতি

নাটোরে যাত্রীবাহী বাসে ডাকাতি

শেয়ার করুন

ডাকাতিনাটোর প্রতিনিধি:

নাটোরে একটি যাত্রীবাহি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। লুট করা হয়েছে প্রায় ১০ লাখ টাকার মালামাল। ডাকাত দলকে সহযোগিতার অভিযোগে বাসটির চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত রাতে ৩২ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যায় রাজশাহীগামী হানিফ পরিবহনের ভলভো বাসটি। ভোর ৪টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা পৌঁছালে যাত্রীর বেশ ধরে ৬ জন বাসে উঠেই যাত্রীদের জিম্মি করে ফেলে। পরে চলন্ত বাসে অস্ত্রের মুখে মালামাল লুটতে থাকে।

৩৫ কিলোমিটার পথ বাস চালিয়ে যাওয়ার পর সদর উপজেলার গাজিরবিলে বাস থামানো হয়। সেখানে আগে থেকে তৈরি থাকা এক মাইক্রোবাসে লুটের মালামাল তুলে নিয়ে পালিয়ে যায় তারা। আতঙ্কিত যাত্রীরা দত্তপাড়া এলাকায় টহল পুলিশের গাড়ি দেখলে বাসটি থামিয়ে অভিযোগ করলে বাসের ৩ কর্মচারীকে আটক করে পুলিশ।