বঙ্গোপসাগরে নিম্নচাপ, তিন নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, তিন নম্বর সতর্ক সংকেত

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০ ডিগ্রি আর সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় সর্বোচ্চ ২৮ সর্বনিম্ন ২৩ ডিগ্রি।
সিলেটে সর্বোচ্চ ২৯ সর্বনিম্ন ২২ ডিগ্রি।
রংপুরে সর্বোচ্চ ২৯ সর্বনিম্ন ২০ ডিগ্রি।
রাজশাহীতে সর্বোচ্চ ৩০ সর্বনিম্ন ২৩ ডিগ্রি।
বরিশালে সর্বোচ্চ ২৭ সর্বনিম্ন ২৩ ডিগ্রি।
খুলনায় সর্বোচ্চ ২৭ সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস।
এবং ময়মনসিংহে সর্বোচ্চ থাকবে ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস।