দেখার কেউ নেই খুলনা মহানগরীর গল্লামারীর রাস্তা ফুটপাত এখন হকারদের দখলে

দেখার কেউ নেই খুলনা মহানগরীর গল্লামারীর রাস্তা ফুটপাত এখন হকারদের দখলে

শেয়ার করুন

 

khulna pic--2

।। মো:আতিয়ার রহমান, খুলনা ।।
খুলনা মহানগীর গল্লামারী থেকে বিশ্ববিদ্যালায় পযন্ত রাস্তা ফুটপত এখন হকারদের
দখলে।রাস্তা আশে পাশে দোকান নিয়ে বসার কারণে প্রায় প্রতিদিনে বাড়ছে ছোট
বড় দুর্ঘটা।ময়ূর নদীর দুটি ব্রীজের দু’পার্শ্বে প্রায় পাঁচ ফুট প্রশস্ত রাস্তা ও
ফুটপাত অবৈধ ভাবে দখল করে রাস্তায় দুই পাশে দোকান পাট বসাচ্ছে।
ফুটপাত দিয়ে পথচারীরা হাঁটতে পারছেনা এমনকি রাস্তা দিয়ে সারি সারি
ইজিবাইক, রিক্সা সিরিয়ালে দাড়িয়ে যাত্রী উঠানোর কারণে চলাচলের বিঘ্ন ঘটছে
পথ চারীদের। আজ সোমবার গল্লামারী এলাকার সরজমিনে ঘুরে দেখা যায় লিনিয়ার
পার্কের সামনে রাস্তার অপরদিকে বিশাল বড় নির্ধারিত বাজার থাকার সত্তে¡ও রাস্তা ও
ফুটপাত দখল করে সব ধরনের কাচাঁবাজার বিক্রি করছে তারা।
গল্লামারী পুলিশ ফাঁড়ি থাকলেও হচ্ছেনা এর কোন প্রতিকার। খুলনা সিটি
কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় ও খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীর সকল
ফুটপাত উচ্ছেদের ঘোষণা দিলে শহরের প্রধান প্রধান এলাকা যেমন ডাকবাংলা মোড়,
থেকে শঙ্খ মার্কেট পর্যন্ত , এছাড়া রূপসার ট্রাফিকের মোড়, পাওয়ার হাউজ মোড়,
ফেরি ঘাট জুড়ে এক সময়ে বিস্তার ছিল হকারদের দখলে।
গল্লামারী এলাকার চিত্র সম্পূর্ণ অন্য রকম। রাস্তা ও ফুটপাতে হকার দের দোকান
বসানোর কারণে প্রতিনিয়ত সাধারণ পথচারীরা দুর্ঘটনার কবলে পড়ে ক্ষতি গ্রস্থ
হচ্ছে সাধরন জনগন।
স্থানীয় বাসীন্দা মো: নায়েক জানন, সকাল হতে রাত পযন্ত বিভিন্ন এলাকা থেকে
নানান ধরণের দোকান নিয়ে হাজির হয়ে গল্লামরী এলাকায় তারা ব্যবসা করে, মানা
করলে ও তাদের থামাতে পারছেনা কেই। বেলা বাড়ার সাথে সাথে গল্লামারী এলাকাটিতে
যানযটের সৃষ্টি হয়।
এমন ভাবে যেখানে একজন মানুষ হেঁটে পথ চলার মত উপায় থাকেনা। স্থানীয়
বাসিন্দারা বলেন রাস্তার উপর সহফুট পাত দিয়ে কাঁচা তরকারী থেকে শুরু করে হাঁস,
মুরগী, মাছ সহ প্লাষ্টিক সামগ্রী,জুতা, জামা অন্যান্য পণ্য নিয়ে সকাল থেকে রাত্র
পর্যন্ত পুলিশের উপস্থিতিতে দাপটের সাথে দোকান দারি করছে স্থানীয় হকাররা।
মাঝে মধ্যে লোক দেখানো দায় সারা ভাবে পুলিশের একটু হামলায় কিছু সময়ের জন্য
হকারদের দৌড় ঝাঁপ লক্ষ্য করা গেলে ও আবারও গড়ে ওঠে হকারদেরর ব্যাবসা। কোন ভাবে
ঠেকানো যাচ্ছে না হকারদের রাস্তা ও ফুটপাত দখলের হাতে থেকে।এতে করে গল্লামারী
এলাকা জুড়েঁ মাছ ও তরকারীর পঁচা দূর্গন্ধে পরিবেশ দূষণ হচ্ছে। সোনাডাঙ্গা
মডেল থানার অফিসার ইনর্চাজ মো: মমতাজুল হক বলেন,আমার থানা এলাকায় সব না
পাশে সদর থানার বেশির ভাগ যায়গা সবাই মিলে আমরা চেষ্টা করছি ,কোন প্রকার
সরকারী রাস্তা ঘাট দখল করে ব্যাবসা করলে তাদের বিরোদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে
বলে জানন তিনি।