কিশোরগঞ্জে ফার্মেসির মালিক জিয়া হত্যাকাণ্ডে জড়িতদের শান্তি দাবি

কিশোরগঞ্জে ফার্মেসির মালিক জিয়া হত্যাকাণ্ডে জড়িতদের শান্তি দাবি

শেয়ার করুন

কিশোরগঞ্জে ফার্মেসির মালিক জিয়া হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন

Screenshot (180)ছবি- এটিএন টাইমস
।। শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ ।।
কিশোরগঞ্জে ফার্মেসি মালিক জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত
ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
করেছে এলাকাবাসী। আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে
এ কর্মসূচিতে এলাকার কয়েকশ লোক অংশ নেয়। এ সময় তারা জিয়া
হত্যাকাÐে জড়িতদের বিচারকাজ দ্রæত শেষ করার দাবি জানান।
গত ২৫জুন দিবাগত রাতে সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের পাটধা
গ্রামে শহরের গাইটাল এলাকার ওষুধ ব্যবসায়ী জিয়াকে কুপিয়ে হত্যা
করা হয়। এ ঘটনায় পুলিশ জিয়ার ফার্মেসির চাকরিচ্যুত কর্মচারি
এনামুল ও প্রতিবেশি সুমনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে,চাকরিচ্যুত করায় জিয়ার ওপর ক্ষিপ্ত ছিল কর্মচারি
এনামুল। তার জের ধরে জিয়াকে কৌশলে পাটধা গ্রামে নিয়ে
সহযোগি সুমনের সহযোগিতায় কুপিয়ে জখম করে মৃত ভেবে ফেলে
যায়। মুমূর্ষ অবস্থায় জিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ
হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার
মৃত্যু হয়। এ ব্যাপারে নিহত জিয়ার স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে থানায়
একটি হত্যা মামলা দায়ের করেন।