ত্রিশালে নুরুউদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্ট হতদরিদ্রের পাশে

ত্রিশালে নুরুউদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্ট হতদরিদ্রের পাশে

শেয়ার করুন

Trishal


মামুনুর রশিদ, ত্রিশাল: ময়মনসিংহের ত্রিশালে করোনা ভাইরাসের শুরুতেই নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্টে ধানীখোলা উদোগে অসহায় খেটে খাওয়া হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন।

রমজান শুরু হওয়ার তিন দিন আগে থেকে একশত জনকে ২৫ কেজি চাল, ৫ কেজি মুড়ি,৩ কেজি বুট,২ কেজি ডাল,২ লিটার সয়াবিন তেল,৪ কেজি আলু দেওয়া হয়েছে।

দ্বিতীয় পর্যায়ে ১৩ শত জনকে ১০ কেজি চাল ,৪ কেজি আলু,১ কেজি বুট,১ লিটার সয়াবিন তেল,১ কেজি ডাল, আড়াই কেজি মুড়ি হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও তৃতীয় পর্যায়ে হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে ১ কেজি মুড়ি,১ কেজি বুট ও নগদ দুই শত টাকা করে প্রদান করা হয়। মনিরুল হক খান জানান এখনো হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে।