তীব্র স্র্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচলে বিঘ্নিত

তীব্র স্র্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচলে বিঘ্নিত

শেয়ার করুন

মানিকগঞ্জ প্রতিনিধি :

ফেরি সংকট ও নদীতে তীব্র স্র্রোত থাকায় ফেরি চলাচলে বিঘ্নিত হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ।

এতে দৌলতদিয়া ফেরি ঘাটে পারের অপেক্ষায় রয়েছে ৫শতাধিক যানবাহন। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রী ও গাড়ীর চালকদের।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মোঃ খোরশেদ আলম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ২১টি ছোট-বড় ফেরি আছে। ২টি ফেরি বিকল থাকায় ১৯টি ছোট-বড় ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

এদিকে নাব্যতা সংকট কাটিয়ে ৯ দিন পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার সকাল থেকে ১৯টি ফেরির মধ্যে ১৭টি ফেরি যানবাহন পারাপার করছে। বিআইডব্লিউটসি জানায়, লৌহজং চ্যানেলে ড্রেজিং করায় এই নৌরুটে ফেরি চলাচল আগের চেয়ে স্বাভাবিক। এখনও ড্রেজিং চলছে। চ্যানেলটি পুরোপুরি সচল করতে আরো দুইদিন লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ পারাপারের জন্য ঘাট এলাকায় যানবাহনের তেমন কোন চাপ নেই।

গত ৩১ আগস্ট থেকে নাব্য সংকটের কারণে এ নৌরুটে ফেরি চলাচলে প্রায় অচলাবস্থা সৃষ্টি হয়। বড় ফেরিগুলো বন্ধ করে দেয়া হয়। পাশাপশি ভারি যানবাহনকে বিকল্প পথ দিয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়।