ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কি.মি যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কি.মি যানজট

শেয়ার করুন

ScreenShot_20170909152233
টাঙ্গাইল প্রতিনিধি :

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে চন্দ্রা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অন্তত ২০ কি.মি যানজট রয়েছে।

রাতে মহাসড়কের বিভন্ন স্থানে গাড়ী বিকল হয়ে যাওয়া ও গাড়ীর চাপ বেড়ে যাওয়ায় এ যানজটের দেখা দেয়। ট্রাফিক পুলিশের মির্জাপুর অঞ্চলের পরিদর্শক শাহাদৎ হোসেন সেলিম জানান, সন্ধ্যা থেকে ঢাকামুখী গাড়ীর চাপ বাড়তে থাকে।

এক পর্যায়ে রাতে মহাড়কের রসুলপুর, রাবনা বাইপাস, পাকুল্যা, মির্জাপুর ও ধেরুয়া এলাকায় গাড়ী বিকল হয়ে যায়। এ সময় গাড়িগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ যানজট নিরসরে কাজ করে যাচ্ছে। দুপুর নাগাদ যান চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।