ঠিকাদারী প্রতিষ্ঠান আর্থিক সংকটে থাকায় মহাসড়কে দুর্ভোগ

ঠিকাদারী প্রতিষ্ঠান আর্থিক সংকটে থাকায় মহাসড়কে দুর্ভোগ

শেয়ার করুন
Screenshot (145)

ছবি- এটিএন টাইমস

।। মাজহারুল ইসলাম মাসুম, গাজীপুর ।।

সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক বলেছেন, ঠিকাদারী প্রতিষ্ঠান আর্থিক সংকটে থাকার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের কাজ ধীরগতিতে হচ্ছে। দুপুরে মহাসড়কের চেরাগআলী এলাকায় খানাখন্দ রাস্তা পরিদর্শন করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব ঠিকাদারীদের নির্দেশনা দিয়ে বলেন, আগামি তিনদিনের মধ্যে মহাসড়ক যানবাহন চলাচলের উপযোগী করার। কিছুক্ষণ পর সড়ক বিভাগের সচিব মো.নজরুল ইসলামও মহাসড়ক পরিদর্শন করেন। উল্লেখ্য এ মহাসড়কে বৃষ্টি আর বিআরটি প্রকল্পের খামখেয়ালী কাজের কারণে হাজার হাজার মানুষ দুর্ভোগে রয়েছে। এবিষয় নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বিআরটি প্রকল্পের কাজ পরিদর্শন করতে আসেন এই দুই সচিব।
এদিকে ক্ষোভ প্রকাশ করেন গাজীপুর সিটিকর্পোরেশনের মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম, তিনি বলেন ঠিকাদারের অবহেলার কারনে কাজ বিলম্ব হচ্ছে। কাজ দ্রুত করতে আমরা সিটি কর্পোরেশন থেকে সহযোগিতা করতে চাই।