কিশোরগঞ্জের পাগলা মসজিদের সিন্দুকে দুই কোটি ৩৩ লাখ ৯৩ হাজার টাকা

কিশোরগঞ্জের পাগলা মসজিদের সিন্দুকে দুই কোটি ৩৩ লাখ ৯৩ হাজার টাকা

শেয়ার করুন

Kishor_1_ok

।। শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ ।।
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান সিন্দুক থেকে এবার পাওয়া গেল দুই কোটি
৩৩ লাখ ৯৩ হাজার টাকা যা আগের বারের চেয়ে কিছু কম। আজ
শনিবার সকাল ৯টায় সিন্দুক খোলার পর গণনা শেষে বিকেল সাড়ে চারটার দিকে
এই হিসাব পাওয়া যায়। বিপুল পরিমাণ দানের এই নগদ টাকা ছাড়াও বিভিন্ন
বৈদেশিক মুদ্রা ও বেশ কিছু স্বর্ণালঙ্কার পাওয়া গেছে।

pic 2_okএর আগে সর্বশেষ গত ২৩ জানুয়ারি দান সিন্দুক খোলা হয়েছিল। সেবার দুই
কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৪৫ টাকা পাওয়া গিয়েছিল। এর আগে গত বছরের ২২
আগস্ট সিন্দুক খোলা হয়েছিল। তখন এক কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ৭১ টাকা
পাওয়া যায়।
সাধারণত তিন মাস পর পর পাগলা মসজিদের দান সিন্দুক খোলা হয়। কিন্তু
করোনাভাইরাসের কারণে এবার ৪ মাস ২৬ দিন পর শনিবার (১৯ জুন) খোলা হয়েছে।
সকাল ৯টার দিকে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে
মসজিদের ৮টি দান সিন্দুক খোলা হয়। এর পর এগুলো বস্তায় ভরে মসজিদের দোতলায়
গণনার কাজ শুরু করা হয়।
টাকা গণনা কাজ তদারকি করছেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা মাজিস্টে্রট
(এডিএম) ফরিদা ইয়াসমিন, নির্বাহী ম্যাজিস্টে্রট মো. জুলহাস হোসেন
সৌরভ, মো. ইব্রাহীম, মাহামুদুল হাসান ও মো. উবায়দুর রহমান সাহেল, পাগলা
মসজিদের প্রশাসনিক কর্মকর্তা মো. শওকত উদ্দিন ভূঞা প্রমুখ। টাকা গণনার
কাজে মসজিদের কর্মকর্তা কর্মচারি ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময়
সিন্দুক খোলা কমিটির সদস্যরা ছাড়াও প্রশাসনের কর্মকর্তা, মসজিদ
পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও সার্বক্ষণিক দায়িত্বরত কর্মকর্তা—
কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ও পাগলা মসজিদের সভাপতি মোহাম্মদ শামীম আলম দুপুরে টাকা
গণনার কাজ দেখতে মসজিদে যান। সেখানে তিনি বলেন, এই দানের টাকা দিয়ে
মসজিদের উন্নয়নমূলক কাজসহ এ টাকা জেলার বিভিন্ন উন্নয়নেও লাগানো
হয়। বর্তমানে মসজিদের হিসেবে ১৭ কোটি টাকা রয়েছে।
এদিকে পাগলা মসজিদে টাকা গণনা দেখতে শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ নানা
শ্রেণিপেশার মানুষ অনেকেই মসজিদে ছুটে যান। প্রতিদিনই অসংখ্য মানুষ

pic 3_ok

মসজিদটির দানসিন্দুকগুলোতে নগদ টাকা—পয়সা ছাড়াও স্বর্ণালঙ্কার দান করেন।
এছাড়া গবাদিপশু, হাঁস—মুরগীসহ বিভিন্ন ধরনের জিনিসপত্রও মসজিদটিতে
দান করা হয়। কথিত আছে, এই মসজিদে দান করলে মনোবাসনা পূর্ণ হয়। এ
কারণে দূর—দূরান্ত থেকেও অসংখ্য মানুষ এখানে দান করে থাকেন।