টাঙ্গাইলে সেফটিক ট্যাংক থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

টাঙ্গাইলে সেফটিক ট্যাংক থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

শেয়ার করুন

মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল:

টাঙ্গাইল সদর উপজেলার রসুরপুরে সেফটিক ট্যাংক থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অনীল চন্দ্র দাশ (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)।

স্থানীয় সাংবাদিক ও কথা সাহিত্যিক রাশেদ রহমান জানান, নিহতদের একমাত্র ছেলে ঢাকায় একটি ব্যাংকে চাকুরী করেন। ফলে অনীল চন্দ্র ও তার স্ত্রী দুজনে তাদের বাড়িতে থাকতো। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্থানীয়রা তাদের বাড়িতে কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে ডাকাডাকি করে।

এসময় বাড়িতে তাদের না পেয়ে আশে পাশে খুঁজতে থাকে। পরে বেলা ১২টার দিকে তাদের বাড়ির সেফটিক ট্যাংকে অনীল চন্দ্র ও তার স্ত্রীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দুপুর ১টার দিকে টাঙ্গাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ভূঁইঞা জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে, গত রাতের কোন এক সময় দূর্বৃত্তরা তাদের বাড়িতে প্রবেশ করে তাদের হত্যার পর লাশ ফেলে গেছে।