জেরুজালেমে চলমান সহিংসতা নিয়ে গুয়েতেরেজের উদ্বেগ

জেরুজালেমে চলমান সহিংসতা নিয়ে গুয়েতেরেজের উদ্বেগ

শেয়ার করুন

06-10-16guterres0বিশ্বসংবাদ ডেস্ক :

জেরুজালেমে চলমান ইসরায়েল-ফিলিস্তিনি সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুয়েতেরেজ।

এক বিবৃতিতে তিনি,‘জেরুজালেমের পরিস্থিতিতে বড় ধরনের সহিংসতার আশঙ্কা প্রকাশ করে বলেন, এই সংকট সমাধানে সব রাজনৈতিক, ধর্মীয় ও স্থানীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান। আর ইসরায়েলকে আরও সহিষ্ণু হওয়ার অনুরোধ করেন।
Capture
চলতি সপ্তাহে আল-আকসা মসজিদের প্রবেশ পথে মেটাল ডিটেক্টর বসায় ইসরায়েল। এছাড়া জুমার নামাজে ৫০ বছরের কম বয়সীদের মসজিদে প্রবেশে বাধা দেয় তারা। ইসরায়েলের এমন পদক্ষেপের প্রতিবাদে ফুঁসে ওঠে ফিলিস্তিনিরা। রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে পশ্চিম তীর পর্যন্ত।

ফিলিস্তিনি মুসলিমদের সমর্থন জানায় সুদান, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেয়শিয়ার মুসলিমরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন করে ইসরায়েল। পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে। পরিস্থিতি শান্ত করতে আহ্বান জানায় জাতিসংঘ ও পোপসহ বিশ্বনেতারা। পরে মসজিদ থেকে মেটাল ডিটেক্টর সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় ইসরায়েল।